খেলাধুলা

নিজেকেই সেরা মানছেন রোনালদো

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা-এই প্রশ্নে দুই দশক ধরে বিভক্ত ফুটবল বিশ্ব। কারও চোখে মেসি সেরা, আবার অনেকেই এগিয়ে রাখেন রোনালদোকে।
সময়ের পরিক্রমায় দুজনেই ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে আছেন। তবুও বিতর্কের অবসান হয়নি। সেই বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন স্বয়ং পর্তুগিজ যুবরাজ। দুই মহাতারকার মাঝে নিজেকেই এগিয়ে রাখলেন আল নাসর তারকা। যদিও মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্যটি ছিল হাস্যরসাত্মক।
মাঠের ফুটবলে দাপুটে রোনালদো সামাজিকমাধ্যমেও জনপ্রিয়তার ঝড় তুলেছেন। ৩৯ বছর বয়সি এই তারকার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকজুড়ে অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। সম্প্রতি খুলেছিলেন ইউটিউব চ্যানেল। সবুজ গালিচার পর সেখানেও সফল রোনালদো। করেছেন রেকর্ড। তবে চ্যানেলের প্রচারে ইউটিউবের বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। দুজনে মিলে একাধিক মজার ভিডিও বানিয়েছেন। যার মধ্যে একটির কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। এক ভিডিওতে রোনালদো পেনাল্টিতে গোল করার চ্যালেঞ্জে অংশ নেন। সেখানের শিরোনাম ছিল রোনালদোর শট আটকাতে কতজন গোলকিপার লাগবে? যেখানে রোনালদোর চ্যালেঞ্জটি ছিল প্রতি রাউন্ডে নতুন গোলকিপার যোগ করে তার শট আটকানোর চেষ্টা করা।
ভিডিওতে দেখা যায় রোনালদোর গোল আটকাতে মিস্টার বিস্ট প্রথমে গোলরক্ষক হিসেবে দাঁড়ান। তবে পর্তুগিজ তারকাকে আটকাতে পারেননি, সহজেই করেন গোল। এরপর আরও তিনজন গোলকিপার যোগ হন। চতুর্থ গোলকিপার ছিলেন মিস্টার বিস্ট টিমের নিয়মিত সদস্য নোলান। এরপর রোনালদোকে কোণঠাসা করার জন্য মিস্টার বিস্ট এবং তার সহযোগীরা রোনালদোকে জানান, ‘নোলান কিন্তু মেসি ভক্ত! সে বলেছে মেসিই সেরা। ও আপনাকে সর্বকালের সেরা বলে মানে না। ও এটাও বলে ফুটবল নয়, এটা সকার!’ এই কথা শুনে রোনালদো হেসে ওঠেন। মজা করে বলেন, ‘মেসি আমার চেয়ে সেরা-এই কথা কে বলেছে?’ তারপর আবারও হাসতে হাসতে নোলানের দিকে শট করেন এবং গোল করেন।

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা