Uncategorized

পাবনায় শিয়ালের কামড়ে আহত ৩

সাব্বির আহমেদ (স্টাফ রিপোর্টার,পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় দিনের বেলা শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন-  রেনু খাতুন (৬০), শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। তারা তিনজনই কয়েক মিনিটের ব্যবধানে ওই মাঠের মধ্যের রাস্তা দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। আহত দুইজন সারুটিয়া  ও একজন কুমড়াডাঙ্গা  এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া  থেকে  কুমড়াডাঙ্গা  মাঠের মধ্য দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শিয়াল এসে পা কামড়ে ধরে। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে মাঠের মধ্যে কোন লোকজন না থাকায় কেউ এগিয়ে আসেনি। এদিকে শিয়ালে কামড়ে ধরে রাখলে তিনি নিজেই তার পায়ের জুতো দিয়ে প্রায় দশ মিনিট ধরে আঘাত করার পর শিয়াল তার পা ছেড়ে দিয়ে চলে যায় । এরই মধ্যে তার পায়ের মাংস বের হয়ে রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়। তার কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে তার প্রতিবেশী কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজারে যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দুজনকে কামড়ে আহত করে। এ ঘটনার পর পরই স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে ওই শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওই শিয়ালটি গত কয়েক দিন যাবত দিনের আলোতে লোকালয়ে ঘোরাঘুরি করছিল।

শিয়ালের কামড়ে গুরুতর আহত বৃদ্ধা রেনু খাতুনের  ছেলে কাওসার আলী জানান, শিয়াল কামড়ে তার মায়ের পায়ের পেছনের মাংস তুলে ফেলেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিকার হিসেবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করতে বলেছেন। এরই মধ্যে একটি ভ্যাকসিন প্রদান করা হয়েছে।  তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিন নেই তাই বাহিরের দোকান থেকেই কিনে দিতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হালিমা খানম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাহির থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

libreoffice download for windows 7 ✓ Get Free Office Suite Now

  • জানুয়ারি ১, ২০২৩
LibreOffice download for Windows 7 offers a free and open-source office suite with Writer, Calc, and Base. ✓ Download now