Uncategorized সারাদেশ

পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৯ টায় পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মো. আবু নাছের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ আব্দুল হান্নান, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ডাঃ এম এ সালাম, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমূখ।

এসময় বক্তারা জাতীয় ইমাম পরিষদ সমিতির কার্যক্রম এবং দেশ ও জাতির উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন। এছাড়াও, ইমাম ও খতিবদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected