সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ার বল্লভপুরে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন,শুভপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এ বাংলাদেশ জামাআতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ) বাদ মাগরিব ৬ টায় বল্লভপুর রাস্তার মাথায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।শুভপুর ইউনিয়ন বল্লভপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নিজান উদ্দিন এর সভাপতিত্বে ও সহ সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনারেল ও শুরা সদস্য এডভোকেট জামাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল জসিম উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য আবু মোঃ মোরশেদ,শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা করিমুল হক নুরী,ছাগলনাইয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি জেনারেল ও শুভপুর জামায়াতে ইসলামীর সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন সেলিম,শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।উক্ত সম্মেলনে ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং