ফেনীর মোটবিতে ডে নাইট ফুটবল টুর্ণামেন্টে নেদারল্যান্ড দল চাম্পিয়ান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর মোটবিতে তিন দিনব্যাপী ডে নাইট ফুটবল টুর্ণামেন্টে নেদারল্যান্ড দল চাম্পিয়ান হয়েছে।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম.এ খালেক।স্থানীয় বাগাইয়া গোল্ডেন ক্লাব এর আয়োজনে মোটবি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাত্রীকালিন মিনি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোটবি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ হারুন।ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম মাশুক এর তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোটবি ইউনিয়ন বিএনপির আহবায়ক এডভোকেট মীর মোশারফ হোসেন মানিক,সদস্য সচিব শাহ আলম ভূইয়া,ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি আনোয়ার প্রমুখ।তিনদিনব্যাপি আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় নেদারল্যান্ড বনাম বেলজিয়াম অংশগ্রহণ করে। ট্রাইবেকারে নেদারল্যান্ড ২-১ গোলে জয়লাভ করে।পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।প্রধান অতিথি ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম.এ খালেক তাঁর বক্তব্যে বলেন,বিগত ফ্যাসিস সরকারের কারণে খেলাধুলা থেকে পিছিয়ে ছিলো তরুণরা।এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই।বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে বিজিত দলকে পরবর্তীতে ভালো করতে পরামর্শ দেন।টুর্ণামেন্টের আয়োজক ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ফখরুল ইসলাম মাশুক বলেন,টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আশা করছি ভবিষ্যতে এমন আরও টুর্ণামেন্ট আয়োজন করতো পারবো।