ফেনীর সোনাগাজীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।শনিবার বিকালে উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের সামন তারা এই কর্মসূচি পালন করেন।এই সময় বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আরব আলী,কারাবন্দী আসামি নুর হোসেনের স্ত্রী রোকেয়া বেগম,আবদুল্লাহ আল নোমান রাসেল, চরদরবেশ ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো.রুবেল,শ্রমিকদল নেতা আবুল বাশার বাবুল,আবদুস সাত্তার,মোশাররফ হোসেন ও মো.শাহজাহান প্রমুখ। তারা বলেন,পাওনা টাকা চাওয়ায় গত ৬ ই জানুয়ারি এক সালিশি বৈঠকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।ওই ঘটনায় গৃহবধূ বাদি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দৃষ্টি প্রতিবন্ধী নুর হোসেনসহ ১২জনকে আসামি করে ৯ জানুয়ারি পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।ওই মামলার প্রধান আসামিক গ্রেফতার করে কারাগারে পাঠায়।