সারাদেশ

বছরের প্রথম দিনেই সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোস্তাক আহমেদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও উদ্বুদ্ধকর বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বই বিতরণ কার্যক্রমের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিলো স্পষ্ট। অনুষ্ঠানের সমাপ্তি হয় এক উজ্জ্বল শিক্ষাবর্ষের প্রত্যাশার মধ্য দিয়ে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং