বানারীপাড়ার বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বুধবার ২২ জানুয়ারী ও বৃহস্পতিবার ২৩ জানুয়ারী দৈনিক পরিবর্তন ও সংবাদ সকাল সহ বিভিন্ন পত্রিকায় এবং দৈনিক ঢাকার আলো, বাংলাদেশ জনপদ, ডেইলি দেশ সময়, সংবাদের কাগজ, সিলেট নিউজ ২৪ ও আজকের ক্রাইম নিউজ সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর খানের (সবুর মেম্বার) বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা প্রায় অর্ধ কোটি টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ ‘ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক। আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে সাংবাদিকদের দিয়ে ওই অভিযোগের বরাতে মানহানিকর সংবাদ প্রকাশ করানো হয়েছে। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে ওই সংবাদ প্রকাশ করিয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সাতআনিতে প্রায় শত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভিপি ক তফসিলভূক্ত ৬ একর ৩৭ শতক সম্পত্তির মধ্যে আমি আমার ছেলে মারুফ খানের নামে অর্পিত সম্পত্তি ইজারার বিপরীতে ৩ লাখ ৫০ হাজার ২৪০ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের ( কোড নং- ১৪৬০৪০২১২৪৮০৯) সরকারি ফান্ডে জমা দিয়ে প্রায় ৪ একর সম্পত্তির লিজ নিয়েছি। একই প্রক্রিয়ায় টাকা জমা দিয়ে বাকি সম্পত্তি আরও ৬ জন মো: জাকির হোসেন, মর্জিনা বেবি, খোকন, আফরোজা, ঝুমুর ও ইমাম হোসেন লিজ নিয়েছেন। মোট ৫লাখ ৫৭ হাজার ৪০ টাকা জমা দিয়ে ১১ বছরের জন্য ওই সম্পত্তি আমার ছেলে মারুফ খান সহ ৭ জনের নামে লিজ নেয়া হয়। ওই সম্পত্তিতে কোন হিন্দু সম্প্রদায়ের পরিবার বসবাস করে না। দীর্ঘ বছর ধরে বসবাস ও চাষাবাদ না হওয়ায় ঝোপঝাড়ে পরিনত হওয়া ওই সম্পত্তি পরিত্যক্ত বিধায় যথাযথ প্রক্রিয়ায় আমরা ৭ জন লিজ নিয়েছি। পরিত্যক্ত ওই সম্পত্তি চাষাবাদের জন্য উপযোগী করতে অপ্রয়োজনীয় কিছু গাছ কাটতে হয়েছে যা নিয়ে আমার বিরুদ্ধে এ অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ওই মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: সবুর খান
যুগ্ম আহবায়ক, বানারীপাড়া উপজেলা বিএনপি।
সাধারণ সম্পাদক, বাইশারী ইউনিয়ন বিএনপি
বানারীপাড়া, বরিশাল।