বানারীপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া ।
বরিশালের বানারীপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েলকে সাংগঠনিক দক্ষতা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য শেরে বাংলা পদক-২০২৪ পদক পাওয়ায় বানারীপাড়া পৌর বিএনপি’র সকল ওয়ার্ড থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে বন্দর বাজারে দলীয় কার্যালয়ে ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায় আহসান কবির নান্না হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক রিপন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইদুল ইসলাম কালু, বিএনপি নেতা ফারুক হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জসিম আকন, ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, বিএনপি নেতা বিটু দাস, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজম, ছাত্রদল নেতা শামীম, নাইম প্রমুখ।
এদিকে একই দিনে মাগরিব বাদ বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতিতে ৪ নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে হাবিবুর রহমান জুয়েলকে ভিন্নভাবে সংবর্ধনা দেয়া হয়।
- Oplus_131072