সারাদেশ

বৈশ্বিক ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণে মুকতু মিয়া বিশেষ সম্মানে ভূষিত

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক ইতিহাস ঐতিহ্য,তথ্য সংগ্রহ,সংরক্ষণ ও গবেষণায় রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে (অব) সেনা কর্মকর্তা মো. মুকতু মিয়া বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বৈশ্বিক ইতিহাস ঐতিহ্য,তথ্য দুর্লভ ছবি ও তথ্য সংগ্রহের ১৬ টি ভলিয়্ম ও ৮ টি ডায়রি এক মেলার মাধ্যমে প্রদর্শীত হয়েছে। প্রতিষ্ঠান থেকে তার কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। প্রচার বিমুখ এই মানুষটি কোন প্রচার করতে চাননি। তিনি শুধু সংগ্রহ করে গেছেন। এটা ছিলো তাঁর নেশা। যখন ইন্টারনেট ছিলনা,ফেসবুক ছিলনা,যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলোনা এমনি একটা সময়ে একটা তথ্য পেতে প্রচুর বই ও লাইব্রেরীতে বই ,জার্নাল দেখতে হতো, ঘাটতে হতো। আর কঠিন সেই সময়টাতে সেনাবাহিনীর সুকঠিন দায়িত্বের পাশাপাশি যতটুকু সময় পেয়েছেন ও যতটুকু অর্থনৈতিক সাধ্য ছিল তার মধ্যেই বিদেশের বিভিন্ন বই, ম্যাগাজিন পত্রিকা ঘেটে তা সংগ্রহ করেছেন। যে সংগ্রহ ও সংরক্ষণ এখন আছে সবই ইতিহাস,বিরল,দুস্প্রাপ্য অবাক করার মতো বিষয়। যার অনেক কিছু এখন দুর্লভ হয়ে গেছে। নিজের ভালো লাগা থেকে এ সংগ্রহ শুরু করেছিলেন। এখনও তিনি শরীর ভালো থাকলে সংগ্রহের জন্য লাইব্রেরীতে চলে যান। এমনও হয়েছে কোন একটি বিশেষ পত্রিকা সংগ্রহের জন্য শুক্রবার বন্ধের দিন সপ্তাহে ৩০ কিমি হেঁটে গিয়েছেন। ঈদের জামা কাপড় কেনার পরিবর্তে বই কিনেছেন,পত্রিকা কিনেছেন। সারারাত বসে কাটাকাটি করেছেন। লেখালেখি করেছেন। যতটুকু অবসর পেয়েছেন এসব সংগ্রহে লিখাতে সময় দিয়েছেন। তাঁর পরিশ্রম ধৈর্য্য,অধ্যবসায়ের কাজের ফসল এ সংগ্রহ।
কাজের স্বীকৃতি স্বরূপ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহাবুবুর রাসেল, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবদুল কাদের মো. আশরাফ আল মামুন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন।
মো. মুকতু মিয়া। ১৯৫২ সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহন করেন। পিতার মৃত আমীর উদ্দিন, মাতার নাম: রাহেলা খাতুন। ছয়ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তারঁ তিন মেয়ে। মেঝো মেয়ে সাহিদা আরেফিন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে শিক্ষকতা করেন। তিনি কাউরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়,কেন্দুয়া জয়হরি স্প্রাই পাইলট উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে পড়াশুনা শেষ করে ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর চাকরি জীবনে তিনি পাগলের মতো বই,ইতিহাস,দেশী বিদেশী পত্রিকা,জার্নাল,ডকুমেন্টারি জাতীয়,সাপ্তাহিক,মাসিক পত্রিকা সংগ্রহ করে পৃথিবীর সব দেশের ইতিহাস, ভুগোল, মানুষের জীবনী,দুর্বল ছবি,বিখ্যাত ব্যক্তিদের জীবনের গল্প,সামরিক বেসামরিক ইতিহাস, মুক্তিযোদ্ধের ইতিহাস,বৈচিত্র্যময় গল্প, ঘটনা, খবর,পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের বংশলতিকা পত্রিকা থেকে কেটে ভলিওম তৈরী করেছেন, ডায়েরীতে লিখে রেখেছেন। উল্লেখ্য যে, মুকতু মিয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য বুদ্ধিজীবী মরহুম গোলাম সামদানী কোরায়শীর ভাগ্নে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং