সারাদেশ

মহেশপুর সীমান্তে চোরাকারবারীদের লক্ষ করে বিজিবি’র গুলি মাদক,অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মো ঃ আজাদ ঃ ২৩.১২.২০২৪ইং।
ঝনাইদহের মহেশপুর সীমান্তে ভোরতীয় মাদক চোরকারবারীদের ওপর ফাঁকা গুলি ছুড়ে ফেনসিডিল,দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মহেশপুর যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা বিল নামক স্থানে এ ঘটনা ঘটে। মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
সোমবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে উপজেলার যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা বিল নামক স্থানে ভারত থেকে ২০-২২ জনের একটি পাচারকারী দল বাংলাদেশে ঢুকে পড়ে। এসময় কয়েকজন পাচারকারী অস্ত্রসহ বিজিবির গতি পথ রোধ করে মাদক বহনকারিদের পারাপারে সহযোগীতার উদ্দেশ্যে বিজিবির দিকে অগ্রসর হয়ে টহলরত বিজিবিকে লক্ষ করে দেশীয় অস্ত্র ছুড়ে মারলে বিজিবি ৩ রাউন্ড গুলি করলে পাচারকারীরা মালামাল বিলের পানিতে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি ১৬ বস্তা ফেনসিডিল,১টি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। বিজিবি আরো জানায়,এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির মিডিয়া সেলের কর্মকর্তা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং