রাবিপ্রবিতে নবীন বরণ আগামী ২রা জানুয়ারি

রাবিপ্রবি প্রতিনিধি : আগামী ২রা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ।২৯ ডিসেম্বর (রবিবার) রাবিপ্রবির একাডেমিক শাখার উপ-রেজিস্টার মাহবুব আরা সাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাবিপ্রবির আর্থিক,প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড.নিখিল চাকমা জানান, “আমাদের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ক্যাম্পাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তাদের গুনগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাবো।”
২০২৪ সালের নবীন বরণ ২০২৫ সালে কেন হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ড.নিখিল চাকমা আরো বলেন,”জিএসটির ভর্তির দীর্ঘসূত্রিতা,আমাদের শ্রেণিকক্ষ সংকট ও চলমান ব্যাচসমূহের পরীক্ষা চলমান থাকায় নতুন ব্যাচ এসে যাতে কোন সমস্যায় না পড়ে এজন্য আমরা একটু বিলম্ব করে শুরু করছি।”
নতুন বছরে নবীনদের আগমনে রাবিপ্রবির নতুন করে উজ্জীবিত হবে এমনই আশা ব্যক্ত করছে প্রবীণরা।