সারাদেশ

শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

যশোরের শার্শার ৯নং উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ক-গ্রুপে প্রথম স্থান হয়েছেন আঃ রহমান,খ- গ্রুপে প্রথম স্থান হয়েছেন আব্দুল্লাহ শেখ,গ- গ্রুপে প্রথম স্থান হয়েছেন  আকিব হাসান, ঘ- গ্রুপে প্রথম স্থান হয়েছেন  ইয়াছিন সরোয়ার।
২৫ শে ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় মরহুম সেলিনা জাহাঙ্গীর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ধলদাহ্ গ্রামবাসী কতৃক আয়োজিত ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান টি তিন জন বিচারকদের নিয়ে এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয়। উলাশি ইউনিয়ন ভিত্তিক ষষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ ইং –
প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন শাইখুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীব,প্রতিষ্ঠাতা পরিচালক আন নূর একাডেমি বেনাপোল,সহকারী বিচারক হিসাবে ছিলেন হাফেজ জাহীদ হাসান ও হাফেজ আহমাদুল্লাহ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য-মো.আশরাফুল আলম বাবু,
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,কন্যাদাহ ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃ কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং