সারাদেশ

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনাসভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্প অর্পণ, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অন্যান্যরা বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শ্যামনগর প্রেসকাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির প্রমুখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং