সারাদেশ

শ্যামনগর পুলিশের অভিযানে শুটারগান সহ গুলি উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)দুপুর দুইটার দিকে উপজেলা সদরের হায়বাতপুর গ্রামের একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ  ওয়ান শুটার গানটি উদ্ধার হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময়একটি মামলার জব্দ তালিকায় থাকা একটি ওয়ান শুটার গান ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নি সংযোগের পর সুযোগ সন্ধানীরা এসব গুলি ও গান লুট করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  জানান গত ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং