বিনোদন

সমালোচনার মুখে সানা খান

বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ ছিলেন সানা খান। এখন অভিনয় ছেড়েছেন তিনি। বর্তমানে একজন ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করে সংসার এবং সন্তান নিয়েই ভীষণ ব্যস্ত থাকেন সানা। তবে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন। ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয় তিনি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রায় প্রতিদিন নিজের জীবনের টুকিটাকি মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তেমনি একটি ভিডিও তিনি সম্প্রতি পোস্ট করেছেন ইউটিউবে যেখানে তিনি আলোচনা করেছেন নিজের মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে।

সানার পোস্ট করা ভিডিও কনটেন্টে দেখা যায় সেখানে তিনি মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে বিভিন্ন কথা বলেন।  তিনি বলেন, মা হওয়ার পর শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। ঘুম যথেষ্ট হয় না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে পড়তে হয়। সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয়। সানা আরও বলেন, মেয়ের ফটোশুট আছে তাই জোর করে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, ডাক্তারের কাছেও যেতে হবে। বাড়ির কোনও কাজ সকাল থেকে তিনি করতে পারেননি কারণ শরীরের অসুস্থতা। সারাদিনের স্বাভাবিক চক্র ব্যাহত হয়েছে তাই স্বাভাবিকভাবেই শরীর অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

 

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে সানা বলেন, আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আর সানার এই কথাতেই ক্ষিপ্ত নেটিজেনরা। তারা বলছে সানার এই বিষয়ে কোনো জ্ঞান নেই তাই এতো হালকাভাবে দেখছে।

২০২০ সালের অক্টোবর মাসে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী সানা খান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসকে বিয়ে করেন। ছবি: সংগৃহীত

২০২০ সালের অক্টোবর মাসে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী সানা খান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসকে বিয়ে করেন। ছবি: সংগৃহীত

একজন লিখেছেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা এত সোজা নয়। আপনি হয়ত জানেন না ডিপ্রেশন হলে কী হয়। অন্য একজন লিখেছেন, আমি এক দশকের বেশি সময় ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছি। বারবার নিজেকে ‘ভালো আছি’ বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না। এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। আগে নিজেকে শিক্ষিত করুন। না জেনে কোনও কথা বলবেন না।

 

নেটিজেনদের বক্তব্য অনুযায়ী, কোনও জ্ঞান ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে আলোচনা করা উচিত নয়। ডিপ্রেশন যে কথাটা ভয়ংকর হতে পারে তা হয়ত অভিনেত্রী নিজেও জানেন না, তাই এতো হালকাভাবে এই বিষয়ে কথা বলেছেন তিনি। বিষয়টা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা চললেও এখনো এ বিষয়ে কিছু বলছেন না সানা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হতে চলেছেন জানান সানা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০২০ সালের অক্টোবর মাসে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী সানা খান। কারণ, তিনি ইসলামের ধর্মের কাছে সমর্পণ করতে চান নিজেকে। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসকে বিয়ে করেন সানা। গতবছরের মাঝামাঝি প্রথম সন্তানের মা হন সানা।

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।