সারাদেশ

সরকারি আশেক মাহমুদ কলেজে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদপাপিত

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন হিন্দু  ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদপাপিত হচ্ছে।

আজ( সোমবার) সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে এই পূজার আয়োজন করা হয়।

পূজা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সুব্রত নন্দী জানান, রবিবার দুপুর ১২টা থেকে লগ্ন তিথি শুরু হয়ে আজ সোমবার সকাল ১০টা ২৭মিনিটে লগ্ন তিথি শেষ হবে।

পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ দে সহ আরো অনেকে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী হচ্ছে  জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে।

জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন হয়েছে সরস্বতী পূজার । সকাল থেকেই ভক্তরা মন্ডপে আসা শুরু করে। ফুল আর উলুধনী সাথে ঢাকের বাজনায় সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়।আগামী বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এই পুজার আনুষ্ঠানিকতা।

প্রসঙ্গত,সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলাষষ্ঠী নামে পরিচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং