সিরাজগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার রৌহা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঝাপরা গ্রামেরর মো. আলতাফ সেখের ছেলে ভেকু মালিক মো. শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাটি কাটার ভেকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন বলেন, ফসলি জমি, হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি মহল আইনের ২০১০ সালের এর ৪ (খ) ও ১৫ (১) এর ধারার অপরাধে তাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।