সুন্দরবনের নদীতে জেলের জালে ৩৩ কেজির দাতিনা মাছ,দাম উঠেছে ৩ লাখ ১০ হাজার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। মাছটি রয়েছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। এই টাকায়ও জেলেরা বিক্রি করতে রাজি হয়নি।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি চলছে।
মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি, এটি সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি।
এখনও অমিসাংসিত অবস্থায় রয়েছে।
এই মাছ দামি হওয়ার বিষয়ে তিনি বলেন, এই মাছের ফুলকা বিদেশে রপ্তানি হয়। বিদেশিরা সুপ তৈরি করে যেটি খুব জনপ্রিয়।
গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। গেল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের জালে মাছটি ধরা পড়ে।