সারাদেশ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এলাকা থেকে পরপর দুই দিনে ফাঁদ থেকে দুটি হরিণ উদ্ধার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে জবাই করা অবস্থায় একটি হরিণ উদ্ধারের পর এবার চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুন্দরবনের সিংহড়তলী এলাকা থেকে ফাঁদে আটকা পড়া এই হরিণটিকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে সাতটি হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করেন তারা। পরে হরিণটি বনের মধ্যে অবমুক্ত করেন বনকর্মকর্তারা।
বনবিভাগ জানায়, মঙ্গলবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীরা চোরা শিকারী চক্রের ফাঁদে আটকে থাকা একটি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করে। চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি সজল মজুমদারের নেতৃত্বে এফজি শিকদার কামরুজ্জামান ও সিপিজি সদস্য রজব আলীসহ অন্যরা সুন্দরবনের সিংহড়তলী এলাকা থেকে ফাঁদে আটকা পড়া হরিণকে উদ্ধারের পর বনের মধ্যে অবমুক্ত করেন। এসময় ঘটনাস্থল থেকে সাতটি হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করেন তারা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, চুনকুড়ি এবং মীরগাং এলাকা থেকে পরপর দু’দিনে দু’টি হরিণ উদ্ধার করা হয়েছে। উভয় হরিণ চোরা শিকারের চক্রের পাতা ফাঁদে পড়ে। এর আগে গত এক সপ্তাহ ধরে পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে পেতে রাখা শতাধিক ফাঁদ উদ্ধার করে সেখানকার বনরক্ষীরা। এসব ঘটনায় চুনকুড়ির চিহ্নিত হরিণ শিকারী আনিছুর ও তার লোকজন বনরক্ষীসহ সিপিজি সদস্য এবং ফাঁড়িগুলোতে কাজ করতে যাওয়া শ্রমিকদের নানাভাবে হুমকি দিচ্ছে।
প্রসঙ্গতঃ সোমবার (২৭ জানুয়ারি) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মীরগাং টহল ফাঁড়ি থেকে প্রায় সাতশ গজ দূরে বনের মধ্যে হতে একটি জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়। উদ্ধারকালে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরা হরিণ শিকারী চক্রের সদস্যর পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে হরিণটি সাতক্ষীরা আদালত চত্ত্বরে মাটিতে পুঁতে নষ্ট করেছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং