সারাদেশ

সেনা-পুলিশের যৌথ চেকপোস্টে ১৮ পিচ ইয়াবাসহ  কুত্তা সেলিম গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
সেনা-পুলিশের যৌথ চেকপোস্টে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট,রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামী কুত্তা সেলিম,কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ পারভেজ সহ ০৩ জন আসামী  গ্রেফতার।থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে ইং-৩১/১২/২০২৪ খ্রিঃ তারখি মধ্য রাতে সোনাগাজী মডেল থানাধীন ০৮নং আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর সাকিনস্থ বাদামতলী আবদুল আলীমের দোকানের সামনে পাকা রাস্তার উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ চেকপোস্ট পরিচালনা করে।এই সময় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল  সহ ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো ১। নুর মোহাম্মদ পারভেজ(২৯),পিতা-আবুল কাশেম মিন্টু,সাং-ছাড়াইতকান্দি(মেহের আলী মিঝি বাড়ী),০৩নং ওয়ার্ড, ০৭নং সোনাগাজী সদর ইউনিয়ন,থানা-সোনাগাজী,জেলা-ফেনী,২। জহিরুল ইসলাম ডালিম(২৭),পিতা-মোস্তাফিজুর রহমান প্রঃ বাবুল মিস্ত্রি,সাং-দক্ষিণ শাহাপুর(বাবুল মিস্ত্রি বাড়ী),০৪ নং ওয়ার্ড,০৭নং সোনাগাজী সদর ইউনিয়ন,থানা-সোনাগাজী,জেলা-ফেনী,৩। মোঃ সেলিম প্রঃ কুত্তা সেলিম(৪২),পিতা-মৃত বেলায়েত হোসেন,সাং-পূর্ব সুজাপুর(ওয়ালী মিদ্দা বাড়ী),০৫নং ওয়ার্ড,০৭নং সোনাগাজী সদর ইউনিয়ন,থানা-সোনাগাজী,জেলা-ফেনী।আটককৃতদের দেহ তল্লাশীকালে করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং তাদের ব্যবহৃত ০২ টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।উল্লেখ্য আসামীগনের বিরুদ্ধে মাদক আইন,অস্ত্র আইন, বিস্ফোরক আইন,ডাকাতির প্রস্তুতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।এই সকল অভিযোগে দেশের বিভিন্ন থানায় আসামী কুত্তা সেলিমের বিরুদ্ধে ৮ টি,নুর মোহাম্মদ পারভেজ এর বিরুদ্ধে ৬ টি এবং জহিরুল ইসলাম ডালিমের বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে মর্মে জানা যায়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং