হাটহাজারীর আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৯ জানুয়ারী) গ্রামীন বাংলার ঐতিহ্যের পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান।
পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, অধ্যক্ষ মোহাম্মদ ওসমান,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রহমত উল্লাহ, সাবেক সদস্য আবদুল শুক্কর। বিদ্যালয়ের শিক্ষক কামরুন নাহার এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী মোঃ আরজান। পিঠা উৎসবে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের ঐতিহ্যের পিঠাঘর, ৯ম শ্রেনীীর শিক্ষার্থীদের গরবা আইয়্যের, ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের পিডা হাইলে আইয়ুন, ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের স্বাদের পিঠাঘর, ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের রসের হাড়ি পিঠাঘর নাম দিয়ে পিঠার স্টলের নামাকরন করেন। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যাক্ত করেন মোহাম্মদ জিসান ফাতেমা জাহান সানজি, আজিমুল্লাহ হায়দার, তানিয়া আকতার, ফতোমা আকতার, আফিয়া আলী ফাতেমা ও ইসরাত জাহান নওসিম প্রমূখ।
প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের ভবিষ্যতে উদ্যোক্তা তৈরি করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব করার উদ্যোগ গ্রহন করা হচ্ছে। তাছাড়া দেশের গ্রামীন বাংলায় পিঠা একটি ঐতিহ্যের সংস্কৃতি। এই সংস্কৃতিকে ঠিকিয়ে রাখতে শিক্ষার্থীদের আগ্রহী করতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।