গাজাবাসীদের গণহত্যার বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

গাজাবাসীদের গণহত্যার বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফিলিস্তিনের গাজায় কর্তৃত্ববাদী দখলদার ইসরাঈলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনি গাজাবাসীদের গণহত্যার বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ছাগলনাইয়া পৌর শহরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট থেকে ছাগলনাইয়া তৌহিদী ছাত্র-জনতার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা ছাত্র প্রতিনিধি এমদাদ রেদোয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া,মাওলানা আতাউল্লাহ সিফাত মাওলানা মনজুরুল মাওলা সরদার নাফিজ ইমতিয়াজ শিমুল,ছাত্র প্রতিনিধি রবিউল হক রবি,মিরাজ হোসাইন,নাঈম ফরায়জী ও মোঃরিয়াদ উদ্দিন প্রমূখ।যেখানে সকল স্তরের শিক্ষার্থী,ব্যবসায়ী,মুসল্লী সাংবাদিক,শিক্ষক,আলেম-ওলামাসহ বিভিন্ন মসজিদের খতিববৃন্দ উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আয়োজক ছাত্র নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,দখলদার ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করে জন্মভূমি হতে ফিলিস্তিনিদের বিতাড়ন করতে চাইছে।এখন পর্যন্ত ৫০ হাজারের অধিক নিরপরাধ নারী-শিশুসহ ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করেছে।ইসরায়েলকে আর্থিকভাবে স্বাবলম্বী করা কোম্পানি সমূহের পণ্যসামগ্রী ক্রয় বন্ধ করতে হবে।সমাবেশ পরবর্তী জমদ্দার বাজারের বিভিন্ন ডিলার রিসেলার হোটেল-রেস্তোরা এবং খুচরা দোকানিদের মাঝে নিরুৎসাহিত করণ প্রচারণা করা হয়।যেখানে ইসরায়েল এবং এর মদদ দাতাতের মালিকানাধীন প্রসাধনী কোমল পানীয়সহ সকল ধরণের পণ্য সামগ্রী বিক্রিতে নিরুৎসাহিত করা হয়।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২