চাঁদপুরের ফরিদগঞ্জে শীর্ষ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি। এ সময় তাদের কাছ হতে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার উদ্ধার করা হয়।
জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসাবে ০৩ জুলাই ২০২৫ তারিখ বিকাল তিনটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রহমত উল্লাহ সোহেল (৩৩) এবং মোঃ সুমন হোসেন (৪৩)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৫১০ পিছ ইয়াবা এবং নগদ ২০০০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদক টাকাসহ গ্রেফতারকৃতদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানায় ৪টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গত রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”