জামালপুরে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর উদ্বোধন

প্রতিনিধি
জামালপুর
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৫ জামালপুর ভ্যানুর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৫ মার্চ( শনিবার )সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম” স্টেডিয়াম মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর মেয়র এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন,বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ ( রেদুয়ান )।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি’র সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান তরফদার,আম্পিয়ার এসোসিয়েশনের সভাপতি রবিন, বেষ্ট ইলেভেন ক্লাবের উপদেষ্টা মোখলেছুর রহমান, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির সহ বিশিষ্ট ক্রীড়া সংগঠক পাহলোয়ান স্ট্যালিন প্রমুখ।
উদ্বোধনি ম্যাচে আংশগ্রহণ করে মাগুরা জেলা ক্রিকেট দল বনাম কুষ্টিয়া জেলা ক্রিকেট দল।।