জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদগঞ্জে বিএনপির মৌন মিছিল

মোঃ সোহেল রানা :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার মৌন মিছিল করেছে বিএনপি। মিছিলকে ঘিরে জুমার পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উপজেলার বাসস্ট্যান্ডে। বিকেলে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট কলাবাগান মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতা এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কোনো স্বৈরাচার বা অপশক্তি যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে চায়। বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। দেশের দুঃসময়ে খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল এর সঞ্চালণায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওনসহ প্রমুখ ।