Uncategorized

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : নাহিদ ইসলাম

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দলকে বসানোর জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই যাত্রা। আমরা অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। জুলাই ঘোষনাপত্র, জুলাই সনদ নিয়ে তালবাহানা চলছে। বলা হচ্ছে- জুলাই ঘোষনাপত্রের নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহিদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি এই ঘোষনাপত্রে ও সংবিধানে থাকতে হবে। তাদের রাজনৈতিক নিরাপত্তার কথাও থাকতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে। যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরন হবে। কিন্তু দুঃখের বিষয়- সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পুরন হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, একটি নতুন বাংলাদেশ এবং বাংলাদেশকে বিনির্মান এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি, সেই স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেয়ার চেষ্টা চলছে। সেই আগের সিন্ডিকেট, আগের দূর্নীতিবাজ, আগের লুটেরাদের সেইভ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ তথা ছাত্র-তরুণেরা রাজপথে নেমে এসেছিল, নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। আমাদের দাবীর সমর্থনে আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েত হবে। সেখানে আমরা ২৪ এর মতো বিশাল গণজমায়েতের মাধ্যমে আমাদের দাবীর কথা তুলে ধরবো এবং ২৪ এর আন্দোলনের মতোই সফল হবো ইনশাআল্লাহ।
“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচীর অংশ হিসেবে ৪ জুলাই’২৫ শুক্রবার সন্ধ্যায় সময় দিনাজপুর ইন্সটিটিউট মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সমন্বয়ক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মনিম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা, সিনিয়র যুগ্ম আহবায়ক শামান্ত শারমিন প্রমুখ। এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা আহত ও শহিদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা ওইসব পরিবারকে সান্তনা দেন। নেতৃবৃন্দ উত্তরাঞ্চলের প্রতিটি জেলা, উপজেলায় গিয়ে সমাবেশের মাধ্যমে জুলাই সনদের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখছেন।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши