টাঙ্গাইলের সখিপুরে নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃ হযরত আলী,সখিপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে নার্গিস আক্তার (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। রোববার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার নলুয়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নার্গিস আক্তার দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও নগদ ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নার্গিস ওই এলাকার মেছের আলীর স্ত্রী। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বরও একই অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিন মাস কারাভোগ করেছিলেন নার্গিস। জেল থেকে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।