ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মোবাইল স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনতাই

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে মোবাইল স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় তারা ওই স্থানে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
রবিবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ২ টায় উপজেলার কলাবাগান মার্কেটের উত্তরে শহিদ মিনার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পান্না আক্তার (৩০) উপজেলার ১৫ নং রুপসা(উঃ) ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বদরপুর গ্রামের গাজী বাড়ির বাসিন্দা। তিনি আবিদ আলীর মেয়ে। তার স্বামী আবুল কালাম একজন প্রবাসী।
ভুক্তভোগী আয়েশা আক্তার জানান, ফরিদগঞ্জ উপজেলা কলাবাগান মার্কেটের দোতলায় ইসলামী ব্যাংকের শাখা রয়েছে। আয়েশা আক্তারের স্বামী একজন প্রবাসী। ঐ দিন তিনি টাকা উঠানোর জন্য ইসলামী ব্যাংকে গিয়ে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। দুপুর আনুমানিক ২ টার সময় সাথে থাকা মোবাইল স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। কলাবাগান মার্কেট ইসলামী ব্যাংক হতে বের হয়ে শহিদ মিনার সংলগ্ন আসা মাত্রই আগে থেকে উঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তাকে ছুরি ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল স্বর্ণ ও ব্যাংক হতে তোলা নগদ ৫০ হজর টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঝড়ো হওয়ার পূর্বেই আতঙ্ক সৃষ্টি করে মোবাইল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঐ সময় প্রচুর বৃষ্টিপাত ছিলো আশেপাশে কাউকে পাওয়া যায়নি। পরে তিনি ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মোবাইল নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় উপজেলার ইসলামী ব্যাংক কলাবাগানসহ শহিদ মিনার স্থানে আতঙ্ক বিরাজ করছে। এবং ব্যাংকে আসা গ্রাহকদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে।
ব্যাংকে আসা কয়েকজন গ্রাহক ও স্থানীয়রা জানান, প্রায় সময় ফরিদগঞ্জে এমন ঘটনা শুনে থাকি। আমরা আমাদের জানমাল নিয়ে নিরাপত্তা শঙ্কায় আছি। প্রশাসনের পক্ষ হতে ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা কামনা করছি।
দায়িত্বপ্রাপ্ত ফরিদগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) আরিফ সর্দার জানান , আমাদের সময় দিতে হবে। মোবাইলের আইএমইআই নাম্বার অনুযায়ী লোকেশন শনাক্তকরণ হচ্ছে। পুলিশ অরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান পরিচলনা করবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।