ফেনীতে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ২ টি এস্কেভেটর ও ৬ টি ট্রাক জব্দ।

ফেনীতে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ২ টি এস্কেভেটর ও ৬ টি ট্রাক জব্দ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০২ (দুই)টি এস্কেভেটর অকেজো ও ০৬ (ছয়) টি ট্রাক জব্দ।দূর থেকে দেখলে মনে হবে বরযাত্রী,বাস্তবে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত গণ উপদ্রব সৃষ্টিকারী গণ শত্রুদের দেশের মাটি ধ্বংসের মহোৎসব চলতেছে।তারা এমনভাবে মাটি কেটে ফসলি জমি নষ্ট করতেছে দেখে মনে হচ্ছে শুশুর বাড়ির জামাই যাচ্ছে।তাদের এই অবৈধ মাটি কাটা প্রতিরোধ করতে ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার অভিযান চালায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে গভীর রাতে ফেনী সদর উপজেলার মোটবী ও লেমুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত দুইটি এস্কেভেটর ও অপরিকল্পিত ভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণ উপদ্রব সৃষ্টিকারী ০৬ (ছয়) টি ট্রাক জব্দ করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।অভিযানে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।আনার সুযোগ না থাকায় এস্কেভেটর দুইটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক ছয়টি হেফাজতে রাখা হয়েছে।অভিযুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান সজীব তালুকদার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেনী,সদর,ফেনী।তিনি জনগণকে আহবান জানান ফেনী জেলা প্রশাসনকে মাটি কাটা ও পরিবহন সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২