ফেনীর ছনুয়ায় বসতঘরে আগুন খোলা আকাশের নিচে পরিবার।

ফেনীর ছনুয়ায় বসতঘরে আগুন খোলা আকাশের নিচে পরিবার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছনুয়ায় বসতঘরে আগুন খোলা আকাশের নিচে পরিবারের ৯ সদস্য বসবাস করতেছেন।ফেনী সদর উপজেলার উত্তর ছনুয়া গ্রামের হেন্দু কেরানীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার উত্তর ছনুয়া গ্রামের অসহায় ও হতদরিদ্র হেন্দু কেরানীর বসতঘরে আগুন লেগে যায়।আগুনের লেলিহান শিখা দেখে শোর চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।এরই মধ্যে হেন্দু কেরানীর পুরে ঘর পুড়ে ছাই হয়ে যায়।ভুক্তভোগী পরিবার জানায়,তারা ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে পড়ে।ঘর থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি।আগুনে তার আনুমানিক ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তাই তিনি সকল বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।বর্তমানে হেন্দু কেরানী বৃদ্ধ মা-বাবাসহ পরিবারের ৯ জন সদস্য নিয়ে খোলা আকাশের নিচে মানবেতার জীবন যাপন করছে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২