ফেনীর ছনুয়া ইউনিয়ন এর কালিদাস ও পাহালিয়া নদীর মাঝে নাইলন জাল বসানোর জন্য ৪ জনের কারাদণ্ড।

ফেনীর ছনুয়া ইউনিয়ন এর কালিদাস ও পাহালিয়া নদীর মাঝে নাইলন জাল বসানোর জন্য ৪ জনের কারাদণ্ড।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছনুয়া ইউনিয়ন এর কালিদাস ও পাহালিয়া নদীর মাঝামাঝি নাইলন জাল বসিয়ে পানি ও মাছের গতিপথ ও অবাধ চলাচল আটকানোর জন্য ভ্রাম্যমাণ আদালত ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।১২ তারিখ সকালে ফেনীর ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি,১৮৬০ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০ টাকা ও বাকী তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।পরে জালটি অবৈধ হওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন দেশ ও জনগণের শএুদের কেন ছাড় নেই সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।এই সময় অভিযানে ফেনী সদর উপজেলা মৎস কর্মকর্তা উজ্জ্বল বণিক বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন যে কোন অবৈধ এবং অপরাধ দমনে ফেনী জেলা প্রশাসনকে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২