ফেনীর ছাগলনাইয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ এর অভিযানে পিকআপ ও এস্কেভেটর জব্দ।

ফেনীর ছাগলনাইয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ এর অভিযানে পিকআপ ও এস্কেভেটর জব্দ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ এর অভিযানে পিকআপ ও এস্কেভেটর জব্দ করা হয়।ছাগলনাইয়ায় রাতে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ২টি পিকআপ ও ১টি এস্কেভেটর জব্দ করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে বুধবার গভীর রাতে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।এই সময় তিনি অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার জন্য একটা এস্কেভেটর এবং মাটি বহন করার অপরাধে ২ টা পিকআপ জব্দ করেন।বুধবার গভীর রাতে গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারেন ছাগলনাইয়ার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা হচ্ছে।সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ২ টি পিকআপ এবং ১ টি এস্কেভেটর জব্দ করা হয়। অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জব্দকৃত ট্রাক ও এস্কেভেটরের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।এছাড়াও ছাগলনাইয়া সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন ছাগলনাইয়া উপজেলা প্রসাশন মাটি কাটা প্রতিরোধ এবং মাদক ইভটিজিং সহ যে কোন অপরাধ দমনে বদ্ধপরিকর।সামাজিক অবক্ষয় রোধে এবং যে কোন অপরাধ নিয়ন্ত্রণে আমরা সবসময় মানুষের পাশে থাকব।ছাগলনাইয়ার জনগণের কাছে আমরা সামাজিক অপরাধ দমনে সহায়তা কামনা করি।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২