ফেনীর পরশুরামে অবৈধভাবে মাটিকাটায় দুইটি পিকআপ জব্দ করছে প্রশাসন।

ফেনীর পরশুরামে অবৈধভাবে মাটিকাটায় দুইটি পিকআপ জব্দ করছে প্রশাসন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামের তুলাতুলিতে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি মাটিভর্তি পিকআপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার রাতে অবৈধভাবে মাটিকেটে নিয়ে আসার সময় উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতুলি ও দক্ষিণ কাউতলী রাস্তার মাথা থেকে মাটি ভর্তি দুইটি পিকআপ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমান।পরে জব্দকৃত মাটিভর্তি পিকআপ দুটি পরশুরাম মডেল থানা হেফাজতে নেওয়া হয়।জব্দকৃত পিক-আপগুলো চিহ্নিত মাটিখেকো পৌর এলাকার বাউরখুমা গ্রামের আবদুল হান্নান হাবিবের বলে জানা গেছে।দীর্ঘদিন ধরে হাবিব আইনকে অমান্য করে যেখান থেকে খুশি সেখান থেকে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছে।গত আওয়ামী সরকারের ক্ষমতায় থাকাকালীন হাবিব মোটা অংকের অর্থ বিনিময়ে সব মহলকে মেনেজ করে উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফসলি জমির,বেড়িবাঁধ,নদীর চরের মাটি ও বালি দেদারছে বিক্রি করে আসছিলো। তার এই সকল ব্যবসার জন্য ছিলো উপজেলা বিভিন্ন স্থানে দেখবাল করার জন্য একটি সংঘবদ্ধ চক্র।যাদের দৈনিক মজুরী হিসাবে রাখতেন এবং ইউনিয়ন ভিত্তিক ছিলো রাজনৈতিক দলের নেতাদের কমিশন দেওয়ার মাধ্যমে তার ব্যবসার বিস্তার।অবৈধভাবে এই মাটি ও বালি ব্যবসার জন্য হাবিবের একাধিক পিকআপ গাড়ি রয়েছে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২