Uncategorized

ফেনীর মহিপালে যমুনা পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের ব্যপারে দায়িত্বপ্রাপ্তদের সংবাদ সম্মেলন।

ফেনীর মহিপালে যমুনা পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের ব্যপারে দায়িত্বপ্রাপ্তদের সংবাদ সম্মেলন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর মহিপালে যমুনা পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের ব্যপারে বর্তমানে দায়িত্বপ্রাপ্তদের সংবাদ সম্মেলন।সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত পৌর বিএনপি নেতা খুরশিদ বলেন,আমরা অত্যন্ত দুঃখের সহিত আপনাদের অভিহিত করছি যে,গত ৫/৮/২৪ইং এর পূর্বের বছর কুলাঙ্গার,ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা সারা দেশের ন্যায় প্রায় ১৭টি এই ফেনী জেলাতেও সর্বক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর তাদের নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে।তারই ধারাবাহিকতায় গত ২৪ এর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নিরস্ত্র ছাত্র জনতার উপর তাদের সর্বোচ্চ স্ট্রিম রোলার চালায় এবং গত ২৪ এর ৪ঠা আগষ্ট সারাদেশের ন্যায় ফেনীর মহিপালে ১৪ জন ছাত্র জনতাকে হত্যা করে এবং শতাধিক ছাত্র-জনতা মারাত্মকভাবে আহত হয়।আমরা অত্যান্ত দৃঢ়তার সহিত জানাচ্ছি যে,২৪এর ৪ঠা আগষ্টের সেই হত্যাযজ্ঞের মধ্যে অন্যতম কুশিলব আবুল কাশেম মিলন খুনি নিজাম হাজারীর ইশারায় সেইদিন মহিপালে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার অন্যতম অর্থ যোগানদাতা এই আবুল কাশেম মিলন এখনও বহাল তবিয়তে রয়েছে কতিপয় স্বার্থান্বেষী মহলের অদৃশ্য মদদে।সে গতকাল ফেনী টু কুমিল্লা যমুনা গাড়ীর নিয়োগকৃত কর্মচারী হয়ে নিজেকে যমুনা পরিবহনের মালিক হিসাবে দাবী করে।আমরা দৃঢ়তার সহিত জানাচ্ছি যে,ফেনী টু কুমিল্লা যমুনা পরিবহনে তার কোনোরূপ গাড়ি নেই।উপরোক্ত গত ১৫ বছর আওয়ামী পেশীশক্তি ব্যবহার করে ট্রান্সপোর্ট এবং মালিকদের জিম্মি করে রেখেছিল।উল্লেখ্য যমুনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বর্তমানে ফেনী টু কুমিল্লা যমুনা পরিবহনের সমন্বয়ক হিসাবে তার পরিবর্তে ১।সায়েদুর রহমান বাবুল,২।মোঃ খুরশিদ আলম এদের সাথে যথাযথ প্রক্রিয়ার চুক্তিনামা করে এবং আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করে।এমতাবস্থায় চাঁদাবাজ মিলন বিনা কারণে আওয়ামী মদদপুষ্ট হয়ে বিএনপির নামে বিষদাগার করে।আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহবান এই আওয়ামী সন্ত্রাসীকে অনাতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।আমরা প্রশাসনের সকল স্তরে আমাদের চুক্তিনামা পৌঁছে দিই।আশাকরি প্রশাসন এই বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে।

মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши