ফেনীর সোনাগাজীতে ৩ জন মাদক ব্যবসায়ী এবং ১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ফেনীর সোনাগাজীতে ৩ জন মাদক ব্যবসায়ী এবং ১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ০১ জন সাজা পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ফাজিলের ঘাট থেকে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়।এই সময় তার হেফাজত হইতে ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সে ফেনীর দাগনভূঞা থানাধীন মোমারিজপুর গ্রামের মৃত কামাল মাষ্টার এর পুত্র।পৃথক অভিযানে উত্তর চর চান্দিয়া থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।সে ঐ গ্রামের মৃত মোঃমোস্তফার পুত্র,তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে ০৪টি মামলা রয়েছে।এছাড়া অপর এক অভিযানে সোনাপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী মাসুদ আলমকে গ্রেফতার করা হয়েছে।সে চর মজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাবুদুল হক ওরফে মাহমুদুল হক মাদুর পুত্র।তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি ও চুরির অভিযোগে ০৪টি মামলা রয়েছে।
পৃথক এক অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ চন্দ্র ধরকে গ্রেফতার করা হয়েছে।সে লক্ষীপুর গ্রামের ডাঃবরুন চন্দ্র ধরের পুত্র,পরবর্তীতে উক্ত আসামী দেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।উল্লেখ্য ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দিক নির্দেশনায়,সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন এবং অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন এর নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২