ফেনীর সোনাগাজীর ডিজিটাল প্রতারক বেলায়েত মিয়াজি ওরপে ডেসটেনি বেলাল গ্রেফতার।

ফেনীর সোনাগাজীর ডিজিটাল প্রতারক বেলায়েত মিয়াজি ওরপে ডেসটেনি বেলাল গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর ডিজিটাল প্রতারক বেলায়েত হোসেন মিয়াজি ওরপে ডেসটেনি বেলাল গ্রেফতার।
অনলাইন ব্যবসার নামে ফাঁদ পেতে ভুয়া পরিচয় দিয়ে ঢাকার এক নারীর ০৯ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতারক বেলায়েত হোসেন মিয়াজী ওরফে ডেসটিনি বেলায়েতকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।সে সাতবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন মিয়াজীর পুত্র।উক্ত প্রতারণার ঘটনায় করা মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে তাকে গত ০৭ এপ্রিল রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন ডাক্তারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বহু মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।বেলায়েত হোসেন মিয়াজী,(৪২) পিতা-মৃত দেলোয়ার হোসেন মিয়াজী,সাং:সাতবাড়ীয়া উপজেলা:সোনাগাজী,থানা-সোনাগাজী,জেলা-ফেনী। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২