ফেনী শহরের বড় বাজারে মসলার দোকানে অভিযান ৫৫ হাজার টাকা জরিমানা।

ফেনী শহরের বড় বাজারে মসলার দোকানে অভিযান ৫৫ হাজার টাকা জরিমানা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী শহরের বড় বাজারে মসলার দোকানে অভিযান ৫৫ হাজার টাকা জরিমানা।আসন্ন ঈদু্ল আজহাকে সামনে রেখে মসলার বাজারে তদারকি শুরু করেছে ভোক্তা অধিকারের ফেনী জেলা কার্যালয়।২৭ শে এপ্রিল রবিবার ফেনী শহরের বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নানান অনিয়মের অভিযোগে দু্ই প্রতিষ্ঠান কে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।ফেনীর পাইকারি মসলার বাজার বড় বাজারে অভিযানে দেখা যায়,মেসার্স বসর এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই ভারতীয় পন্য বলে নিজেদের বস্তায় ব্রান্ড নাম দিয়ে নিত্যপন্য বিক্রয় করেছেন।বস্তায় উল্লেখ করছেন ভারতীয় পন্য,একই সাথে প্যাকেটের গায়ে ওজনের পরিমাণ এবং খূচরা মূ্ল্য লিখছেন না।সুতরাং ভোক্তাদের মিথ্যা ঘোষণা দিয়ে প্রতারণা করা এবং মোড়কীকরণ বিধিমালা না মানায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয এবং চূড়ান্তভাবে সতর্ক করা হয়।অন্যদিকে মেসার্স কমদ বাবু স্টোরকে অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রি এবং মূল্য তালিকা হালনাগাদ না করায় সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে মরিচ পট্টি এলাকার বিভিন্ন দোকানের মসলা ক্রয় ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।অভিযানে ভোক্তা ও ব্যবসায়িদের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।বেলা সাড়ে ১১টা থেকে ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন এতে জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২