ব্যক্তির আদর্শ দিয়ে পরিচালিত সমাজে শান্তি আসতে পারে না – ইউনুস হেলাল

মোঃ সোহেল রানা :
জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা আমীর ইউনুস হেলাল বলেছেন, কোনো ব্যক্তির আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করলে সে সমাজে শান্তি আসতে পারে না। একমাত্র আল্লাহর দেয়া বিধান আল কোরআনের সমাজ বিণির্মানের মধ্য দিয়েই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ঈদ মানে খুশি, আল্লাহর বান্দা সত্যিকার খুশি হবে তখন, যখন মানুষের সব মতবাদ ছেড়ে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের দ্বীনকে বিজয়ী করবে। কেবল মাত্র আল্লাহর গোলামী করার মাধ্যমেই সত্যিকার অর্থে ঈদের প্রাপ্তি পূর্ণ হবে। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন কুরআন ও সুন্নাহর বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে সেখানে আর যায় হোক সত্যিকার ঈদের খুশি থাকতে পারে না। নতুন কাপড় পরার জন্য ঈদ আসে নাই, ঈদ এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে কুরআন সুন্নাহর সৌন্দর্য্য সমাজে বাস্তবায়ন করতে। মুসলমানদের সত্যিকারের ঈদ তখনই হবে যখন আমরা মানবরচিত সকল মতবাদকে মুছে দিয়ে শুধুমাত্র আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র সহ সকল কিছু পরিচালনা করবো। তখন প্রশান্ত আত্মাদেরকে ডেকে মহান রব বলবেন তোমরা প্রবেশ করো আমার গোলামদের সাথে এই সুসজ্জিত জান্নাতে। আমাদের জীবনের সকল ইচ্ছাকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার পুরস্কারই হচ্ছে সেই প্রিয় জান্নাত। সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে সেই ঘোষণা ঈদের মাঠে করা হয়েছে। সেজন্য আমাদের সকলকে সচেতনভাবে আল্লাহর দ্বীনকে সমাজে বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
আজ মঙ্গলবার (১লা এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৫ নং রুপসা(উঃ) ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনুস হেলাল বলেন, কোনও ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেই।
তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদের সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।
নয়া স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং নুরুল আলম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাআতের নায়েবে আমীর কফিল উদ্দীন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মফিজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসরুল্যাহ খানসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা জামাআতের মিডিয়া বিভাগের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা ও জামাআতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ অন্যরা।