ভবিষ্যতে ফ্যাসিস্ট ব্যবস্থার উত্থান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে: তারেক রহমান

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভবিষ্যতে ফ্যাসিস্ট ব্যবস্থার উত্থান যেন না হয় সেজন্য সংস্কারে ঐক্যমত্যে আসতে সব দলের চেষ্টা চলছে। বিএনপির কারণে সংস্কার এগোচ্ছে না এমন অভিযোগ বিভ্রান্তিকর এবং তা সঠিক নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মানে এই নয় যে সবকিছুতেই ছাড় দেয়া হবে।”
পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, “বিএনপির কাছে মানুষের যে প্রত্যাশা, তার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বিএনপির জন্য বেশি। গণতন্ত্রের ভিত্তি রচনায় সবার মতামতকে সম্মান জানাতে হবে। সরকারের সংস্কার উদ্যোগকে বিএনপি সহযোগিতা করছে না— এমন অভিযোগ ঠিক নয়। বরং জন প্রত্যাশা পূরণে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। আওয়ামী লীগ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলে বিতাড়িত হতে হয়েছে, তাই বিএনপি কর্মীদের এমন কোনো কাজ করা যাবে না যা মানুষ পছন্দ করে না।”
সকাল থেকে পটুয়াখালী জিমনেসিয়াম চত্বরে জমজমাট পরিবেশে শুরু হয় সম্মেলন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আলহাজ্ব আব্দুল রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, হাসান মামুন, মাহবুবুল হক নান্নুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
আলোচনার পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, যেখানে ভোটগ্রহণ চলছে। এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলো। বরিশাল বিভাগে এটিই প্রথম জেলা সম্মেলন, যেখানে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।