মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিএনপির তিন নেতার বিরুদ্ধে কুমিল্লা লাকসামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলীর অবৈধ সম্পদে সহায়তার অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া ও আব্দুল হান্নান এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা তাজামুল ইসলাম সরকার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা লাকসামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলীর অবৈধ সম্পদে সহায়তার অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এমনকি তাঁকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতারও অভিযোগ উঠছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে সামাজিকভাবে আমাদের রাজনৈতিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, আমি একজন দলিল লেখক। পেশাগত দায়িত্ব হিসেবে তিনটি জমির দলিল লিখেছি মাত্র। এর বাইরে মহাব্বতের সঙ্গে আমার আর কোনও আর্থিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
বিএনপির আরেক নেতা খোকন মিয়া বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অভিযোগ হয়েছে এসব ভুল তথ্য। কুমিল্লা লাকসামের সাবেক এই চেয়ারম্যান মহাব্বত আলী আদিবাসী সম্প্রদায়ের এক মেয়েকে বিয়ে করেন। সেই সুত্রেই এখানে আসা যাওয়া করতেন। আমার চাই তদন্ত করে মানহানিকর প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।