সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা :
“ মাদক নয়, জীবন বেছে নিন” এ স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে ) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপসা (দঃ) ইউনিয়নের রুস্তমপুর পুলের গোড়া সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মারুফ আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ অফিসার্স ইনচার্জ মোঃ শাহআলম, পিপিএম।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মাও. ইউনুছ হেলাল, মানিক পাটওয়ারী, সোহেল খাঁন, মাও. কফিল উদ্দীন ও জামিরুল বিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সভাপতি ডা: সাইফুল, সাধারন সম্পাদক মাও. ওমর ফারুক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অফিসার্স ইনচার্জ শাহ আলম, পিপিএম মাদকের কুফল সম্পর্কে বলেন,
মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে।
জানা যায়, ইতিপূর্বেও তারা বিভিন্ন রকম খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং থেকে দূরে রাখার চেষ্টা করেছেন।