স্মার্ট ভুমিসেবা,টেকসই ভুমি ব্যাবস্থাপনা ও আধুনিক বাংলাদেশ নির্মান ফেনীতে ভুমি মেলার উদ্বোধন।

স্মার্ট ভুমিসেবা,টেকসই ভুমি ব্যাবস্থাপনা ও আধুনিক বাংলাদেশ নির্মান ফেনীতে ভুমি মেলার উদ্বোধন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ,দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।এই সকল কার্যক্রম বহুল প্রচারের লক্ষ্যে আজ ২৫ মে ২০২৫ থেকে আগামী ২৭ মে ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী ফেনী জেলা প্রশাসন, ফেনীর উদ্যোগে ভূমি মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে।২৫ মে ২০২৫ সকাল ১০ টায় ফেনী সদর উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম অন্যান্য সকলের উপস্থিতিতে ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক এর সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মো:বাতেন,উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক,ফেনী পৌরসভা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইসমাইল,আরিফুল ইসলাম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার,ফেনী সদর সার্কেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসকসহ সকল অতিথিবৃন্দ উপস্থিত জনসাধারণের জিজ্ঞাসা শোনেন,ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করেন এবং সেবা প্রদানের জন্য স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২