সারাদেশ

ফেনীর সোনাগাজীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩ জন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিজাম উদ্দিন নামে একজন নিহত সহ তিনজন গুরুতর আহত হয়েছেন।আজ ২ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৭ টায় সিএনজি ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদরশী ও পুলিশ জানায়,রবিবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে কাভারভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন।এই সময় সিএনজিতে থাকা অপর তিনজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,