রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ, আহত ০৬

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুর রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ০৬ জন। বুধবার দুপুরে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত ব্যক্তিরা হলেন, নূর হোসেন (৬০), রাশিদা (৬৫),
জসিম (৪২), রাবেয়া (৩৫), সোহেল (৪২) শাহানার বেগম ( ৫৮)।
চরপাতা গ্রামের নূর হোসেন ও বাড়ি অন্যান্যদের সঙ্গে একই বাড়ি সোহেলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের ২জন ও নিরপেক্ষ ১জন আমিন নিয়ে জমি মাপার সময় সোহেল তার লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা করে। সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ০৬ জন।
নূর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সোহেল আমাদেরকে জায়গাজমি নিয়ে অনেক হয়রানি করতেছে। ওসি স্যার আমাদেরকে জমি মাপার জন্য একজন আমিন দিয়েছে এবং আমাদের দুই পক্ষকে দুজনে আমিন নিতে বলে।
আজকে জমি মাপার সময় সোহেল জমি দেনা হয় আমাদেরকে। আজকে সে আমাকে, আমার ভাইয়ের বউকে, ভাতিজাকে, ভাতিজার বউকে, অতর্কিতভাবে সোহেল, সোহেলর মা, আবু কালাম,তসলিমসহ হামলা করে।
জসিম বলেন, আমাদের জমি জমির মাপযোগ চলছিল, আমরা বাপ চাচারা একসাথে এক পাশে বসে ছিলাম, সোহেল ও কালাম এসে আমাদেরকে মারতে শুরু করে । আমার মা ও আমার বউ , আমাকে সোহেল হাত থেকে ছাড়াতে আসলে সোহেল ও কালাম আমার মাকে ঘুসি দিয়ে দাঁত ভেঙে ফেলে, আমার বউর মাথা ফাটাইয়া ফেলে। এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত সোহেল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সবগুলো সম্পন্ন মিথ্যা এবং বানোয়াট সাজানো ঘটনা। আমি নিজে ওইখানে যখন ওরা জমি নিয়ে বিতর্ক শুরু করছে। তিনজন আমিন, আমাদের পক্ষে ১জন ওদের পক্ষে ১জন ও নিরপেক্ষ ১জন ৩জন আমিন উপস্থিত যখন কাজ মিমাংসা হচ্ছে ছিলো, এই মুহূর্তে বিতর্ক শুরু করে নূর হোসেন, জসিম, মিন্টু, কবিরসহ তখন আমি দারোগা ফোন দিতে চাইছিলাম তখন পবিরদা আপনাদের তদন্ত সিআর মামলা আমার কাছে আছে সমস্যা হলে আমাকে ফোন দিবেন । কিন্তু তারা আমাকে ও আমার মাকে হঠাৎ করে আঘাত করে, এতে আমার বাম হাত ভেঙ্গে যায় এবং আমার মায়ের বাম হাতের আঙ্গুল ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
রায়পুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদা আক্তার মিতু বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।