জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৬৭ জন
প্রতিনিধি
জামালপুর
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স জামালপুরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় ২৯৬ জন উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ড জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ও নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোনা,মাহফুজা খাতুন (অতিরিক্ত পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।
পরবর্তীতে রাতে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি।
পুলিশ সুপার জামালপুর উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।
এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।।