চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মজিবুর গ্রেপ্তার

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চরকুমিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের মৃত আব্দুস সাত্তার পাটোয়ারীর ছেলে মজিবুর রহমান পাটোয়ারী (৪৮)। দীর্ঘদিন ধরে পৌরসভা আওয়ামী লীগ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও গত প্রায় ১১ মাস ধরে এলাকায় অবস্থান করছিলেন মজিবুর রহমান পাটোয়ারী। তবে এসময় বেশ সতর্কভাবে চলাফেরা করতেন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, বিগত জাতীয় নির্বাচনের সময় পুলিশের ওপর হামলা ও বিগত জুলাই আন্দোলনে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার আসামি মজিবুর রহমান পাটোয়ারী। এ ছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।