Uncategorized

বরখাস্তকৃত ওসি প্রদীপের সর্বোচ্চ রায় দ্রুত কার্যকর ও মানবাধিকার কর্মীকে হত্যার হুমকির প্রতিবাদে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উদ্যোগে মানববন্ধন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মেজর সিনহা হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আদালতে ঘোষিত ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি, মানবাধিকার কর্মী কে এম আলী আকবরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে মোবাইল ফোনে দেওয়া প্রকাশ্য হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
২১আগষ্ট বৃহস্পতিবার,বেলা ১১ টায়
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসফ) ফাউন্ডেশন,আসক ফেডারেশন এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সুশীল সমাজের সংগঠন।
আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, পরিচালক (ব্যবস্থাপনা) মোঃ সোহেল মিয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুর্নীতি দমন আইনি সহায়তা কেন্দ্র (একলাক)’র নির্বাহী পরিচালক জামাল চৌধুরী বিপ্লব, এয়ার মোহাম্মদ খোকন,
বক্তারা বলেন খুনি ওসি প্রদীপ কুমার দাস দীর্ঘদিন ধরে বিচার বহির্ভূত হত্যা, গুম নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল।
আদালত প্রদত্ত তার ফাঁসির রায় দ্রুত কার্যকর করা না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্পূর্ণ থেকে যাবে।
মানবাধিকার কর্মী কে এম আলী আকবর একজন নির্বীক ও মানবতার পক্ষে সংগ্রামী কর্মী। তাকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বরখাস্তকৃত ওসি প্রদীপের বোন কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা ও মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া মানবাধিকার আন্দোলন ব্যাহত করার এক সুস্পষ্ট চক্রান্ত।
একজন মানবাধিকার কর্মীর প্রতি এই ধরনের প্রকাশ্য হুমকি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
অবিলম্বে হুমকিদাতাকে সনাক্ত ও গ্রেপ্তার না করলে মানবাধিকার রক্ষার আন্দোলন আরও ঝুঁকির মুখে পড়বে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন মোল্লা, মানবাধিকার কর্মী কোহিনূর আক্তার কাজল,মুন্নী,আলতাজ বেগম, মোঃ রুবেল, বাহাদুর প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши