মহেশপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতারণ

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান,রাশেদুল ইসলাম,নজরুল ইসলাম প্রমুখ।
পরে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ করা হয়।