সারাদেশ

গাইবান্ধায় ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের গ্রেফতার ৩ 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ  জানিয়েছেন ছাত্র জনতা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জন্য কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ১। সুমন,২। কিরন,৩। নাজমুল। তারা তিনজন মেলার আগত ব্যবসায়ি।
ঘটনার পরপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই গাইবান্ধা সদর থানায় অবস্থান কর্মসূচী পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ। এর আগে ২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় আকাশ ও জিমের ওপর অতর্কিত ভাবে এক দল মুখোশধারী যু্বক এ হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলার পরপরই সংগঠনের নেতাকর্মীরা সদর থানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
অবস্থান কর্মসূচী চলাকালে আন্দোলনের নেতারা বলেন, “এটি আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র। হামলাকারীদের গ্রেফতার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”এদিকে, একই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে বারোটায় রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই হামলার ন্যায্য বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানিয়েছেন, এঘটনায় সদর থানায় মামলা দায়ের ও ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলার সচেতন মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং